Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৭টি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সংশ্লিস্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, সিঙ্গার বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি, লিন্ডে বাংলাদেশ এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড।

মার্কেন্টাইল ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাববছরের জন্য এ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করা হয়েছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্স: রিলায়েন্স ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৩ পয়সা।

ইউনাইটেড ফিন্যান্স

ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৪ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ

সিঙ্গার বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ১২ পয়সা।

ব্রিটিশ আমেরিকান টোবাকো

ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২৬ টাকা ৩৭ পয়সা।

লিন্ডে বাংলাদেশ

লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

এর আগে ২০০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সব মিলিয়ে ৩১ ডিসেম্বর ২০১৬ সালের জন্য ৩১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলো। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ টাকা ৯০ পয়সা।

হাইডেলবার্গ সিমেন্ট

হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৬৯ পয়সা।

(এসএএম/ ০৩ মার্চ ২০১৭)