Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১১.৮৬ শতাংশ।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১.৮২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২২ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১১০ কোটি ৮০ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ৮.৫৫ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১৪ কোটি ৪০ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৭২ কোটি ১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ৮.১৯ শতাংশ, শ্যামপুর সুগার মিলসে ৭.৬৬ শতাংশ, আইডিএলসি ফাইন্যান্সে ৭.৫৩ শতাংশ, জিলবাংলা সুগার মিলে ৭.৪০ শতাংশ, এটলাস বাংলাদেশে ৬.৬৭ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানিতে ৬.৫৯ শতাংশ এবং  সিঙ্গার বাংলাদেশে ৬.৩৬ শতাংশ দর কমেছে।