Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইংল্যান্ডে বেশ কিছুদিন ধরে চলছিল ‘মিশন ইম্পসিবল সেভেন’ সিনেমার শুটিং। সেখানে ব্যস্ত সময় পার করছিলেন হলিউড তারকা টম ক্রুজ। সবকিছু ঠিকমতো চলছিল। হঠাৎ চুরি হয়ে যায় টম ক্রুজের ব্যবহৃত দামি গাড়িটি। ঘটনায় খেপেছেন টম। কারণ, গাড়ির কাছেই ছিলেন তাঁর দেহরক্ষী। কঠোর নিরাপত্তার পরও এত দামি গাড়ি কীভাবে চুরি হলো, ভেবে হতবাক সবাই।

দ্য গার্ডিয়ান জানাচ্ছে, বার্মিংহামের একটি শপিং সেন্টারের সামনে শুটিং চলছিল। সেখানে শুটিং করছিলেন অভিনেত্রী হ্যালি অ্যাটওয়েল। বার্মিংহাম চার্চ স্ট্রিটের বিখ্যাত গ্র্যান্ড হোটেলের পাশেই দাঁড় করানো ছিল ক্রুজের বিএমডব্লিউ এক্স-৭ মডেলের গাড়িটি। এটি অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি। এই তারকা গণমাধ্যমকে বলেন, ‘মনে হচ্ছে গাড়ির কঠিন নিরাপত্তা কোনো কাজে আসেনি। ঘটনাটি আমাকে হতবাক করেছে।’

টম ক্রুজের ওই গাড়ির দাম এক লাখ ডলার। অভিনেতাকে ধারেকাছে আনা-নেওয়ার জন্য ব্যবহার করা হতো গাড়িটি। গাড়ির ভেতরে ছিল টম ক্রুজের ব্যক্তিগত লাগেজ, জরুরি কিছু কাগজপত্র ও নগদ অর্থ। চুরির কিছুক্ষণ পর শুটিং স্পটের তিন মাইল দূরে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ গাড়িটি উদ্ধার করলেও চোরদের ধরতে পারেনি। এ ছাড়া গাড়ির ভেতরের প্রয়োজনীয় সব জিনিসপত্র খোয়া গেছে।

(ডিএফই/৩০ আগস্ট, ২০২১)