Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্মরণসভা, দোয়া মাহফিল এবং ঔষধ ও তবারক বিতরণ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখা। (

মবার (৩০ আগস্ট) সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক এমপি এর উদ্যোগে আগানগর ইউনিয়নের ব্রীজের নিচে জাতীয় শোক দিবসের স্মরণসভা, দোয়া মাহফিল এবং অসহায় ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে ঔষধ ও তবারক বিতরণ করা হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য ও প্রস্তাবিত কার্যকরী সভাপতি জনপ্রিয় চিত্রনায়ক ড্যানি সিডাক। বিশেষ অতিথি কেন্দ্রীয় সমন্বয়কারী ও মূখপাত্র মোঃ আহসান সিদ্দিকী, কেন্দ্রীয় সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক এম এ মিলন মিয়া, এনামুর রশিদ স্বপন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মীর আসাদ হোসেন টিটু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের যুগ্ম আহবায়ক মোঃ মোজাম্মেল হক সরদার, শেখ রাসেল রানা, সদস্য সচিব এফ রহমান রূপক, সদস্য ডলি মোশাররফ, কেন্দ্রীয় নেতা উদয় শংকর বসাক, ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন বেপারী, নাজনীন আক্তার বিউটি, শরিফ হোসেন রতন, মোঃ আলীম বেপারী, রনি খান, মোঃ সুমন মৃধা, মোঃ হারন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জাতির জনকের অবশিষ্ট খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকর করার দাবি জানান।

পরে দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। শোককে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করে যাবে বলে প্রতিজ্ঞা করেন।

এসময় এম এ মিলন মিয়ার সার্বিক সহযোগিতায় প্রায় ১ হাজার মানুষের মধ্যে বিনামূল্যে ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

(ডিএফই/৩১ আগস্ট, ২০২১)