Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১.৯১ শতাংশ। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৬০ লাখ ৯০ হাজার ৮৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৭ কোটি ৪৪ লাখ ১১ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের শেয়ার দর ৫.৫৯ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৯৭ লাখ ১ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৩ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে দশমিক ২৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির ৫ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৮ কোটি ৪০ লাখ ২৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, বারাকা পাওয়ার, কেয়া কসমেটিকস, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিশন কোম্পানি, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, ইফাদ অটোস বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।