নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বিভিন্ন অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।
রবিবার এ কমিটির ৫০ তম বৈঠক রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী’র সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য আবুল কালাম অজাদ, মোঃ আব্দুস শহীদ, মোঃ শহীদুজ্জামান সরকার, আহসানুল ইসলাম (টিটু) এবং ওয়াসিকা আয়শা খান অংশগ্রহণ করেন।
বৈঠকে গৃহায়ন ও ভৌত অবকাঠামো অডিট অধিদপ্তর কর্তৃক পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত হাওড় এলাকায় আগাম বন্যা প্রতিরোধ ও নিষ্কাশন সংক্রান্ত বিষয়ের ওপর ২০১২-১৩ হতে ২০১৬-১৭ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের কম্পোট্রলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট ২০১৭-১৮ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির ওপর আলোচনা করা হয়।
বৈঠকে বিভিন্ন অডিট আপত্তির পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সর্বাধিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সিদ্ধান্ত বাস্তবায়নের হার সন্তোষজনক বলে কমিটির তরফ থেকে জানানো হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিবসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(ডিএফই/১৯ সেপ্টেম্বর, ২০২১)