Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 25 Sep 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ শান্তিরক্ষায় অসামান্য অবদান পেশাদারিত্ব বজায় রাখায় জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য। এসব পুলিশ সদস্যরা আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড বিলাইজেশন মিশনে (এমআইইউএসএমএ) কর্মরত।

 

মুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত মঙ্গলবার মালির রাজধানী বামাকোতে জাতিসংঘের মিশনের সদর দপ্তর বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (বিএএনএফপিইউ) ক্যাম্পে ইউনিটের ১৪০ সদস্যের হাতে পদক তুলে দেয়া হয়।

 

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এমআইইউএসএমএর পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি।

 

তিনি বলেন, মিশন ম্যান্ডেট বাস্তবায়নে বিএএনএফপিইউ--এর সদস্যরা অত্যন্ত সক্রিয় সহযোগিতা করেছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয়া হলো।

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন ইউনিটের কমান্ডার পুলিশ সুপার বেলাল উদ্দিন। তিনি বলেন, চলমান কভিড-১৯ মহামারীসহ সংঘাতপূর্ণ এলাকায় সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। আন্তরিকতা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান অক্ষুণ্ন রাখায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি জাতিসংঘের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অব অপারেশনস শারফাদিন মার্গিস, এমআইইউএসএমএতে নিয়োজিত বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ সিভিলিয়ান সদস্যরা।

 

বিনিয়োগবার্তা/এসএএম//