নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাস টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে।
শনিবার রাতে এ কাজটি শেষ হয়। তবে, টেস্ট ল্যাব স্থাপন করা হলেও যাত্রীদের করোনা পরীক্ষা এখনো শুরু হয়নি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্যসেবা বিভাগের দুটি টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে। তারা পুরো বিষয়টি দেখভাল করছেন। কবে থেকে ল্যাবগুলোতে নমুনা নেয়া শুরু হবে, এ বিষয়ে কমিটি বলতে পারবে বলেও জানান তিনি।
এর আগে গত বুধবার বিমানবন্দরের করোনা টেস্টিং ল্যাব তৈরি কাজ আংশিক শেষ হয়। পরে সেখানে টেস্ট সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে ৪৬ জনকে দুবাই পাঠানো হয়।
এ করোনা টেস্ট ল্যাব স্থাপনের জন্য স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকে অনুমোদন দেয়া হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//