Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 Sep 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে সিপিডি অ্যান্ড চার্টার অ্যাওয়ার্ডিং সেরিমনি ২০২১ গতকাল ডিএসই ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিজিআইএ চার্টারধারী ২২জনকে সনদ প্রদান করা হয়।

এতে সভাপতিত্ব করেন সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশের সভাপতি এমনুরুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া, সম্মানিত অতিথি ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. সায়েদুর রহমান।

অনুষ্ঠানে কিনোট স্পিকার ছিলেন সিজিআইএ নেটওয়ার্ক বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট সাইয়েদ মাহমুদ জুবায়ের। এসময় কাজী সানাউল হককে ফেলো মেম্বার হিসেবে সম্মানিত করা হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//