Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 28 Sep 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তাঃ যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার-বায়োএনটেকের করোনা প্রতিরোধী আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে

ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে একটি কার্গো উড়োজাহাজে করে টিকার এই চালান মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় ঢাকার শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়

স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান তথ্য জানিয়েছেন

সরকারের এই কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোর ৫টায় আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে জার্মানির মিউনিখ হয়ে মালদ্বীপিয়ান এয়ারে ভ্যাকসিনের এই চালান হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছছে সিএমএসডি বিমানবন্দরের কর্মকর্তারা টিকার চালান বুঝে নিয়েছেন সেগুলো বিমানবন্দর থেকে ওয়্যার হাউসে পাঠানো হয়েছে

এর আগে কোভ্যাক্স সুবিধায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ হাজার ৮৬০ ডোজ ফাইজারের ভ্যাকসিন দেশে এসেছে এবারের চালানের ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছালো

বিনিয়োগবার্তা/এসএএম//