Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 03 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

পোশাক শিল্পের ইতিবাচক উন্নয়ন কাহিনী ব্র্যান্ড এবং ভোক্তাদের সাথে শেয়ার করতে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদুত উইনি স্ট্রাপ পিটারসেনকে অনুরোধ করেছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। একইসাথে ঢাকায় অবস্থানকালে পোশাক শিল্প বিষয়ে যা কিছু প্রত্যক্ষ করেছেন, সেগুলো যেন প্রচার করেন, সে বিষয়েও রাস্ট্রদুতকে অনুরোধ  করেন তিনি।

রবিবার (০৩ অক্টোবর ২০২১) বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদুত উইনি স্ট্রাপ পিটারসেন (Winnie Estrup Petersen) গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। 

এ সময় বিজিএমইএ সহ সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ সভাপতি মিরান আলী এবং ডেনিশ দুতাবাসের সেক্টর কাউন্সিলর সোরেন আসবর্ন আলবার্টসেন (Soren Asbjorn Albertsen) এবং কমার্শিয়াল কাউন্সিলর আলি মুশতাক বাট  (Ali Mushtaq Butt) উপস্থিত ছিলেন।

তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিক কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতিসহ শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

তারা বাংলাদেশের পোশাক শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জ্বালানী সাশ্রয়ী প্রযুক্তির অধিক ব্যবহার বিষয়ে ডেনমার্ক এই শিল্পকে কিভাবে সাহায্য করতে পারে তা নিয়েও আলোচনা করেন।

স্বল্পোন্নত (এলডিসি) দেশ থেকে উত্তোরণের পর ২০২৬ সাল থেকে বাংলাদেশের উত্তোরন প্রক্রিয়া সাবলীল রাখতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য যেন ১২ বছরের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখে, সে ব্যাপারে ফারুক হাসান ডেনমার্ক সরকারের সমর্থন কামনা করেন।

ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য দেশ, যেটি ইবিএ প্রোগ্রামের অধীনে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদান করছে।

তিনি আরও বলেন, সামাজিকভাবে ন্যায্য পণ্য উৎপাদনের জন্য কম দামের যৌক্তিকতা কেউ দিতে পারে না ।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//