বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ্ লারবি ও ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানের মধ্যকার দ্বিপাক্ষিক বানিজ্য বৈঠক অদ্য ৪ অক্টোবর ২০২১ তারিখে ডিসিসিআইতে অনুষ্ঠিত হয়।
আলোচনাকালে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বি-পাক্ষিক বানিজ্যের পরিমান ৯৮.২৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে, যার মধ্যে বাংলাদেশের রপ্তানির পরিমান ছিল ৫.৯০ মিলিয়ন মার্কিন ডলার ও আমদানির পরিমান ছিল ৯২.৩৮ মিলিয়ন মার্কিন ডলার।
বানিজ্য ঘাটতি মোটেও আশাব্যঞ্জক নয়। বাংলাদেশ থেকে আলজেরিয়াতে মূলত তৈরি পোশাক রপ্তানি হয়ে থাকে, অপরদিকে বাংলাদেশ আলজেরিয়া থেকে বিভিন্ন খনিজ দ্রব্য আমদানি করে থাকে।
ডিসিসিআই সভাপতি আলজেরিয়াতে আরো বেশি হারে দক্ষ মানবসম্পদ নেয়ার জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতকে আহ্বান জানান। পরিশেষে তিনি ডিসিসিআই ও বানিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটের বিটুবি সেশনে আলজেরিয়ার ব্যবসায়ীদের দ্রুত রেজিষ্ট্রেশন করার আহ্বান জানান।
বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ্ লারবি এ সময় বলেন, দুদেশের বানিজ্য সংগঠন বা চেম্বারসমূহ যদি নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারে তাহলে দ্বি-পাক্ষিক বানিজ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিনি এজন্য সরাসরি যোগাযোগের উপর বেশি গুরুত্ব আরোপ করেন। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের আলজেরিয়া থেকে সার, সিমেন্ট ও ফলফলাদি আমদানি করার আহ্বান জানান। তাছাড়া বাংলাদেশের বিদুৎ ও জ্বালানী খাতে আলজেরিয়ার বিনিয়োগকারীদের আগ্রহ আছে বলে তিনি জানান। আলজেরিয়া একটি উন্নয়নশীল রাষ্ট্র তবে সেখানে নতুন নতুন বানিজ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে।
করোনাকালীন সময়েও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট আয়োজনের উদ্যোগ নেয়ার জন্য তিনি ডিসিসিআইকে ধন্যবাদ জানান।
বিনিয়োগবার্তা/ডিএফই//