Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 05 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিশেষ নীতিমালার আওতায় আবারও ঋণ পরিশোধে বাড়তি সময় পেলেন ঋণখেলাপিরা। ২০১৯ সালে যেসব ঋণখেলাপি ব্যবসায়ী এককালীন টাকা জমা দেওয়ার আশ্বাসে ঋণ নিয়মিত করেছিলেন, ঋণ পরিশোধে তাঁদের নতুন করে আবারও সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাঁরা আগামী ডিসেম্বরের মধ্যে ঋণ পরিশোধের সুযোগ পাবেন। এ সময় নতুন করে খেলাপি করা যাবে না তাঁদের।

এর আগে এক নির্দেশনায় ২০২০ সালে পরিশোধ না করা ঋণের কিস্তি গত জুনের মধ্যে পরিশোধ করলে তাঁদের খেলাপি না করার সুবিধা দেওয়া হয়েছিল। গতকাল সোমবার এ নিয়ে আরেকটি প্রজ্ঞাপনে জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সেখানে বিদ্যমান সুবিধার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর দাবির পরিপ্রেক্ষিতে এমন সুবিধা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতির নেতিবাচক প্রভাব বিবেচনা করে ঋণ পরিশোধ সহজ করার জন্য এককালীন এক্সিট সুবিধা পাওয়া প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে আগামী ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো। চলতি বছরের ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে কেউ ঋণ পরিশোধ করলে তাঁর এককালীন এক্সিট সুবিধা বহাল থাকবে। 

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//