বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: শেয়ারের দাম বৃদ্ধিতেই চীনের আলীবাবা গ্রুপের মালিক ও বিশ্বের অন্যতম ধনকুবের জ্যাক মা একদিনেই তিন শ’ কোটি ডলার সম্পত্তি বাড়িয়েছেন।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে আলীবাবার শেয়ারের দাম বৃদ্ধিতেই একদিনেই তার সম্পদ এতটা বেড়েছে।
তবে বাজার বিশ্লেষকরা আলীবাবার এতটা ভালো ব্যবসার আশা করেছিলেন না।
জ্যাক মা ১৯৯৯ সালে প্রতিষ্ঠা করেন আলীবাবা। তার আগে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি।
৬০ হাজার ডলার দিয়ে ব্যবসা শুরু করেছিলেন জ্যাক মা। তখন নিজের অ্যাপার্টমেন্ট থেকে সব কাজ করতেন তিনি।
আর সেই আলীবাবা এখন চীনের সবচেয়ে বড় ইন্টারনেট কোম্পানিগুলোর একটি; যার বাজার মূল্য চল্লিশ হাজার কোটি ডলার।
(এসএএম/ ১০ জুন ২০১৭)