Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 14 Oct 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

দেশের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। সিনেমায় নেই তিনি অনেকদিন। মাঝেমাঝে হাজির হন ছোটপর্দা্য়। অন্যদিকে লাক্স তারকা নাজিয়া হক অর্ষা নিয়মিতই কাজ করে যাচ্ছেন নাটক ও ওয়েব সিরিজে।

সম্প্রতি এই দুই তারকা একসঙ্গে কাজ করলেন একটি নাটকে। সেখানে দেখা যাবে তারা দুজনেই বিষ পান করতে যান। প্রেমের কারণেই এমন সিদ্ধান্ত নেন তারা।

একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন। কিন্তুু তাদের মিলনে বাঁধা দুই পরিবার। অর্ষাকে অন্য এক ছেলের সঙ্গে বিয়ে দেয়ার জন্য বিয়ের আয়োজন করে অর্ষার বাবা। এ খবর পেয়ে বর সেজে অর্ষার বাড়ির সামনে হাজির হন আমিন খান। আশ্রয় নেন বাড়ির সামনে গাছতলায়। অর্ষাকে বিয়ে না করে তিনি ফিরবেনই না। সব চেষ্টা যখন ব্যর্থ তখন দুজনই আলাদা আলাদাভাবে বিষ পান করেন। কান্নার রোল পড়ে অর্ষার বাড়ির ভেতরে এবং বাইরে।

নাটকের নাম ‘আমি বিবাহের পাত্র’। রচনা ফেরারী ফরহাদ, পরিচালনা ফরিদুল হাসান।

আমিন খান ও অর্ষা ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন হোমায়রা হিমু, জামিল হোসেন, বাবুল আহমেদ, শেলী আহসান প্রমুখ।

১৫ অক্টোবর দশমীর দিন রাত সাড়ে ৮টায় বৈশাখী টিভিতে প্রচার হবে নাটকটি।

বিনিয়োগবার্তা/এসআর/