Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 17 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

গত বছরের শেষ দিকে ডিসেম্বর মাসে বগুড়ায় চালু হওয়ার কথা ছিল আধুনিক সুযোগসুবিধা সংবলিত ‘মধুবন সিনেপ্লেক্স’। কিন্তু করোনাভাইরাসের কারণে সে পরিকল্পনায় ব্যাঘাত ঘটে। এরপর শোনা যায় চলতি বছরের ঈদুল ফিতর ও ঈদুল আজহায় এটি যাত্রা করবে। কোভিড পরিস্থিতির কারণে সেটিও সম্ভব হয়নি।

অবশেষে কলকাতার নায়ক জিতের সিনেমা দিয়েই শুভযাত্রা করলো মধুবন সিনেপ্লেক্স। জিৎ প্রযোজিত ও অভিনীত ‘বাজি’ সিনেমাটি সাফটা চুক্তিতে শুক্রবার  (১৫ অক্টোবর) মুক্তি পেয়েছে দেশের ৪৪টি হলে। এ সিনেমায় নায়িকা হিসেবে আছেন মিমি চক্রবর্তী।


‘মধুবন সিনেপ্লেক্স’র কর্ণধার আর এম ইউনুস রুবেল বলেন, ‘অবশেষে আমরা শো চালু করতে পেরেছি এটাই আনন্দের। অনেক অপেক্ষা করতে হয়েছে করোনার জন্য।

গতকাল জিৎ ও মিমির সিনেমা দিয়ে প্রথম শো চালু হলো এ সিনেপ্লেক্সে। কাল মাত্র দুটি শো ভালো গেছে। রাতের শোতে খুব বেশি দর্শক আসেনি। গতকাল জুমার কারণে দুপুরের শো বন্ধ ছিল। সে কারণে অনেকে ভেবেছে আজও শো বন্ধ। তাই আজও তেমন দর্শক আসেনি।’

মধুবনের মালিক প্রত্যাশা করছেন, ধীরে ধীরে দর্শক সমাগম বাড়বে। ভালো ছবি নিয়মিত মুক্তি পেলে ব্যবসা জমে উঠবে বলেও মনে করেন তিনি।

বিনিয়োগবার্তা/এসআর /