Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আমেরিকার জনপ্রিয় টেলিভিশন সিরিজ ব্যাটম্যানের ষাটের দশকের অভিনেতা অ্যাডাম ওয়েস্ট আর নেই। শনিবার লস অ্যাঞ্জেলেসে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘদিন ধরেই তিনি লিউকোমিয়া রোগের সঙ্গে লড়াই করছিলেন তার পরিবার থেকে জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের বাবা সবসময় নিজেকে একজন ব্রাইট নাইট হিসেবে দেখতে পছন্দ করতেন। তার জীবদ্দশায় ভক্তদের মাঝে একটি ইতিবাচক প্রভাব তৈরি করতে পেরেছিলেন। তিনি সবসময় আমাদের হিরো হয়ে থাকবেন।’

অভিনয় জীবন শুরু করার আগে অ্যাডাম ওয়েস্ট পশ্চিম মার্কিন সেনাবাহিনীতে ছিলেন। সেখানে তিনি সশস্ত্র বাহিনী নেটওয়ার্ক জন্য ঘোষণাকারী হিসেবে কাজ করতেন।

তার মৃত্যুতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বার্তায় বলা হয়, তিনি আমাদের নায়ক ছিলেন।

১৯২২ সালে ওয়ালা ওয়ালা, ওয়াশিংটন স্টেটে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে হাওয়াইতে তিনি তার অভিনয় জীবন শুরু করেন।

অ্যাডাম ও তার স্ত্রী মার্সেললের দাম্পত্য জীবনে ছয় সন্তান রয়েছে। ৫ নাতনী এবং তাদের ঘরে দুটো সন্তান আছে।

(এমআইআর/ ১১ জুন ২০১৭)