Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 27 Oct 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগের জন্য খুবই আকর্ষনীয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় এক আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, আইএমও-তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম অংশগ্রহন করেন।

যুক্তরাজ্যে আসন্ন রোডশো উপলক্ষ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। রোড শোটি বিএসইসি, বিডা এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে।

সালমান এফ রহমান বলেন, দুটি উদ্দেশ্যে আমরা ইনভেস্টর সামিট করতে যাচ্ছি। এরমধ্যে একটি হচ্ছে- বাংলাদেশ গত ১০ বছরে কি অর্জন করেছে, তা বিদেশিদেরকে জানানো। আরেকটি কারন হলো-বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আগ্রহী করে তোলা।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন। প্রকৃতপক্ষে আমরা গত ১০ বছরে অনেক অর্জন করেছি। এখন আমাদেরকে উন্নয়নের পরবর্তী ধাপে যেতে হবে। এ কারনে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ দরকার। এক্ষেত্রে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) ও ক্যাপিটাল মার্কেটকে ফোকাস করতে চাই।

তিনি বলেন, বিদেশী বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্ট এ্যাকজিট পলিসি সম্পর্কে আমাদের কাছে জানতে চায়। এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে শেয়ারবাজারে বিনিয়োগ। আমরা বাংলাদেশের শেয়ারবাজারকে বর্ধিত করতে চাই। এছাড়া ফ্রন্ট্রিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিয়ে যেতে চাই।

সংবাদ সম্মেলনে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বাংলাদেশ এখন অর্থনীতির প্রায় সব সূচকেই ভাল করছে। বাংলাদেশের শেয়ারবাজার উচ্চহারে রিটার্ণ দেয়। যেকারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে এ বাজার। আর এসব বিষয় জানান দিতে এবং বিনিয়োগ আকৃষ্ট করতেই বিদেশে রোড শোর আয়োজন করছি আমরা।

উল্লেখ্য, আগামী ০৪ নভেম্বর লন্ডনে এবং ০৮ ই নভেম্বর ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২১’ শীর্ষক এই রোড শো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রোড শোর শুভ উদ্বোধন করবেন।

বিনিয়োগবার্তা/এসএএম//