Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 01 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।

সম্প্রতি নিজেদের প্রধান কার্যালয়ে ব্যাংকটির এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়া এমটিবি টাওয়ার এবং দেশব্যাপী এমটিবির বিভিন্ন শাখা ও উপ-শাখাগুলোতেও দিবসটি উদযাপন করা হয়।

পুরো সপ্তাহজুড়ে এমটিবি নিজেদের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এ উপলক্ষে গত ২৪ অক্টোবর গুলশান এভিনিউতে অবস্থিত ব্যাংকটির করপোরেট হেড অফিস এমটিবি সেন্টারে কেক কেটে উদযাপন শুরু করা হয়। সপ্তাহব্যাপী এই উদযাপনে বিভিন্ন রকমের অনুষ্ঠানের আয়োজন করে এমটিবির গ্রাহক, অংশীজন ও কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

 

রোববার (৩১ অক্টোবর) রাজধানীর বাংলামোটর এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়েছে।

 

সংবাদ সম্মেলনে ব্যাংকটির পক্ষে বলা হয়, এমটিবি ফাউন্ডেশন তাদের নবম ‘ব্রেভারি অ্যান্ড কারেজ অ্যাওয়ার্ডে️র মাধ্যমে স্থানী সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রামের (সিপিপি) দলনেতা প্রয়াত সৈয়দ শাহ আলমকে সম্মানিত করে, যিনি আম্ফানে মৃত্যুবরণ করেন। পাশাপাশি, এমটিবি সিএমএসএমই স্টিমুলাস লোন ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট রিকগনিশন অনুষ্ঠানের আয়োজন করে। এমটিবিয়ানদের সন্তানদের জন্য ‘অপরূপ বাংলাদেশ শীর্ষক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া, এমটিবি আরও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে ছিল ইউনাইটেড হাসপাতালের সহযোগিতায় এমটিবি প্রাঙ্গণে এমটিবিয়ানদের জন্য ‘হেলথ চেক আপ এবং আটটি রিয়েল এস্টেট, পাঁচটি অটোমোবাইল প্রতিষ্ঠান ও দুটি মার্চেন্ট গ্রাহকদের জন্য সপ্তাহব্যাপী বিশেষ ছাড়।

 

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব গ্রুপ আইসিসি গৌতম প্রসাদ দাস ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার (সিওও) তারেক রিয়াজ খান এবং এমটিবির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//