Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 07 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা চীফ এক্সিকিউটিভ অফিসারদের (সিইও) কার্যকালের মেয়াদ সর্বোচ্চ একবার (৩ বছর) বাড়ানোর যে নির্দেশনা জারি করা হয়েছিল তা বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরফলে এখন থেকে মার্চেন্ট ব্যাংকের এমডি/সিইওদের মেয়াদ কমিশনের অনুমোদনক্রমে নবায়ন করা যাবে।

 

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জানা যায়, ২০২০ সালের ৩০ জানুয়ারি বিএসইসির পক্ষ থেকে মার্চেন্ট ব্যাংকের এমডি/সিইওদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এমডি/সিইওদের প্রথম নিয়োগের কার্যকাল ৩ বছর বা ৬৫ বছর পর্যন্ত (যেটি আগে হয়) হবে। এছাড়া পরবর্তীতে এই মেয়াদ সর্বোচ্চ একবার (৩ বছর) বাড়াতে পারবে।

 

তবে রবিবার (৭ নভেম্বর) এই নির্দেশনা বাতিল করে পূর্বের আইন অর্থাৎ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর ৩৭(৩) ধারা বহাল রেখেছে নিয়ন্ত্রক সংস্থা। এরফলে তাদের কার্যকাল একাধিকবার নবায়নের সুযোগ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর ৩৭(৩) ধারায় বলা হয়েছে,

 

“ব্যবস্থাপনা পরিচালক/সিইও এর কার্যকাল হইবে ৩ (তিন) বছর, যাহা কমিশনের পূর্ব অনুমোদনক্রমে নবায়ন করা যাইতে পারে;

 

তবে শর্ত থাকে যে, কোন ব্যক্তির বয়স পয়ষট্টি বৎসর পূর্ণ হইলে তিনি ব্যবস্থাপনা

পরিচালক/সিইও পদে নিযুক্ত হইবার যোগ্য হইবেন না বা ব্যবস্থাপনা পরিচালক/সিইও পদে বহাল থাকিবেন না।”

 

বিনিয়োগবার্তা/এসএএম//