আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (এআইবিটিআরআই) উদ্যোগে ‘বাংলাদেশ এলডিসি গ্রাডুয়েশনঃ ইমপ্লিকেশন্স এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ নভেম্বর ) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উক্ত প্রোগ্রামের উদ্বোধন করেন।
ট্রেনিং প্রোগ্রামে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান।
ভার্চুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস. এম. জাফর, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহ্মুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল-মামুন, এআইবিটিআরআই ডিরেক্টর মোঃ আব্দুল আউয়াল সরকারসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বিনিয়োগর্বাতা/এসআর/