বিনিয়োগবার্তা ডেস্ক: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বিদায় করে দিয়ে প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আর এরপরই হিসাব-নিকাশ শুরু হয় কে হচ্ছে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ। ভারত না দক্ষিণ আফ্রিকা, নাকি শ্রীলঙ্কা-পাকিস্তান। তবে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া ভারতই হচ্ছে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ।
গতকাল রোববার ‘বি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সেমিতে ওঠে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানের জয়ে কোহলির দল এখন পর্যন্ত গ্রুপ সেরা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। তা ছাড়া তাদের রান রেট এতটাই ভালো যে, পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার পরের ম্যাচের জয়ী দলের পক্ষে অনেকটাই অসম্ভব তাদের টপকানো। তাই ভারত ‘বি’ গ্রুপ সেরা হলে ‘এ’ গ্রুপ রানার্সআপ বাংলাদেশ তাদের প্রতিপক্ষ হচ্ছে তা নব্বই ভাগ নিশ্চিত হয়ে গেছে। তারপরও ক্রিকেট অনিশ্চতার খেলা, এখানে অনেক কিছুই সম্ভব হতে পারে। সে জন্য হয়তো কিছুটা অপেক্ষা করতে হতে পারে।
আগামী ১৫ জুন এজবাস্টনে হবে সেমিফাইনাল ম্যাচটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ কে তা নিশ্চিত করে জানার জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত।
আজ শ্রীলঙ্কা-পাকিস্তান আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে। কার্ডিফে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
(এমআইআর/ ১২ জুন ২০১৭)