Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আইনি সীমা লঙ্ঘন করে পুঁজিবাজারে বিনিয়োগ করায় রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংককে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।

সম্প্রতি সোনালী ব্যাংক ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৫০০ কোটি টাকা ঋণ দেয়। ঋণ দেওয়ার কারণে পুঁজিবাজারে ব্যাংকটির বিনিয়োগ আইনি সীমা ছাড়িয়ে যায়। কারণে ব্যাংকটিকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

এর আগে ব্যাংকটির কাছে -সংক্রান্ত ব্যাখ্যা তলব করা হয়েছিল। কিন্তু ব্যাংকের জবাব সন্তোষজনক না হওয়ায় জরিমানার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বাংলাদেশ ব্যাংক গত রোববার সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে -সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

 

উল্লেখ্য, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, পুঁজিবাজারে কোনো ব্যাংকের বিনিয়োগ ওই ব্যাংকের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, বিধিবদ্ধ সঞ্চিতি রিটেইন আর্নিংসের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।

 

এই আইন পরিপালনে বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুঁজিবাজার কার্যক্রমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়োজিত অপর কোনো কোম্পানি বা স্টক ডিলারকে দেওয়া ঋণের স্থিতি, মঞ্জুরিকৃত ঋণসীমা তাদের সঙ্গে রক্ষিত তহবিলের স্থিতি ২৫ শতাংশের হিসাবের মধ্যে পড়বে।

 

কিন্তু আইসিবিকে টাকা দেওয়ায় সোনালী ব্যাংকের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬০ শতাংশে।

 

গত নভেম্বর এক বিজ্ঞপ্তিতে সোনালী ব্যাংক জানায়, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য আইসিবিকে ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে সোনালী ব্যাংক। পুঁজিবাজার চাঙা টেকসই করার জন্য রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//