Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 Nov 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভূক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত নিরীক্ষিত/অনিরীক্ষিত আর্থিক হিসাব বিশেষভাবে নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৮০০ তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, মহামান্য উচ্চ-আদালতের নির্দেশে গতকাল (২২ নভেম্বর) পিপলস লিজিংয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা হয়। যার আলোকে কোম্পানিটির বিগত ৯ বছরের আর্থিক হিসাব বিশেষ নিরীক্ষক দিয়ে নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে কোম্পানিটির কার্যক্রম চালু করতে ফাইন্যান্সিয়াল রিস্ট্রাকটিং এর বিভিন্ন দিক (অপশন) বিবেচনাপূর্বক সর্বাত্মক সহযোগিতা প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//