Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 24 Nov 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সুদানে সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা করে ফের ক্ষমতায় আসীন হয়েছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। এর প্রতিবাদে রাজপথে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ জনগণ। প্রতিবাদের অংশ হিসেবে হামদক সরকারের ১২ জন মন্ত্রী একযোগে পদত্যাগ করেছেন। সূত্র: আল জাজিরা।

খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে সমঝোতা ও বাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের সঙ্গে ক্ষমতাচ্যুত বেসামরিক সরকার রাজনৈতিক চুক্তি স্বাক্ষরের বিষয়টি মেনে নিচ্ছেন না সুদানের সাধারণ জনগণ। সমঝোতা করে হামদকের ক্ষমতায় বসার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ করছেন সাধারণ জনগণ। হামদক সরকারের ১২ মন্ত্রী প্রতিবাদের অংশ হিসেবে একযোগে পদত্যাগ করেছেন।

 

পদত্যাগপত্র জমা দেয়া মন্ত্রীদের তালিকায় রয়েছেন সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র, বিচার, কৃষি, সেচ, বিনিয়োগ ও জ্বালানি মন্ত্রীরা। এ ছাড়া উচ্চশিক্ষা, শ্রম, পরিবহন, স্বাস্থ্য, যুব ও ধর্ম বিষয়ক মন্ত্রীরাও পদত্যাগ করেছেন। এক যৌথ বিবৃতিতে একযোগে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

বিনিয়োগবার্তা/এসএএম//