Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 01 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

বুধবার (০১ ডিসেম্বর ২০২১) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএসইসি চেয়ারম্যান।

সাক্ষাৎ শেষে একাধিক গণমাধ্যমকে পুঁজিবাজারের বিষয়াদি নিয়ে আলোচনার কথা জানান তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি পুঁজিবাজারে ভালো প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি।

এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একান্তে বৈঠক হয়েছে। সিদ্ধান্ত কী হয়েছে, সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে আমার বলা উচিত হবে না।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পুঁজিবাজারের বিষয়েই সব আলোচনা হয়েছে।

বিএসইসি চেয়ারম্যান জানান, পুঁজিবাজারের সার্বিক অবস্থা সম্পর্কে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। কোন কোন বাধার কারণে পুঁজিবাজার তার নিজস্ব গতিতে যেতে পারছে না, সে বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তার কথা মনযোগ সহকারে শুনেন এবং পুঁজিবাজারের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

বিনিয়োগবার্তা/এসএএম//