Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 08 Dec 2021 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: জোড়া গোল করে লিওনেল মেসি ভাঙলেন ফুটবল সম্রাট পেলের রেকর্ড। তার আগে একই ম্যাচে জোড়া গোল করে তার রেকর্ড ভাঙলেন কাইলিয়ান এমবাপে। ক্লাব ব্রুগের বিপক্ষে মেসি ও এমবাপের জোড়া গোলে ৪-১ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এক পা দিয়েই গ্রুপের শেষ ম্যাচটি খেলতে নেমেছিল পিএসজি। তবে হেরে গেলে বিপদ হতে পারতো তাদের। সেটি হতে দেননি মেসি-এমবাপেরা। সহজ জয়ে দলকে রানার্সআপ করেই নকআউটে পৌঁছে দিয়েছেন দুই তারকা।

নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে প্রথম গোল পেতে মাত্র ৭০ সেকেন্ড সময় লাগে পিএসজির। এরপর সাত মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। দুটি গোলই করেন এমবাপে। প্রথম গোলটি ছিল চ্যাম্পিয়নস লিগে এমবাপের ৩০তম। এই মাইলফলকে দ্রুততম ফুটবলার এমবাপে।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এই আসরে মাত্র ২২ বছর ৩৫২ দিন বয়সেই ৩০ গোল করে ফেললেন ফ্রান্সের তরুণ তারকা। আগের রেকর্ডটি ছিল এমবাপের বর্তমান সতীর্থ ও একই ম্যাচে জোড়া গোল করা মেসির। তিনি ২৩ বছর ১৩১ দিন বয়সে ৩০ গোল করেছিলেন।

শুরুতেই এমবাপের জোড়া গোলের পর বিরতির আগেই স্কোরলাইন ৩-০ করেন মেসি। সতীর্থ কাইলিয়ান এমবাপের পাস ধরে মাঝমাঠ থেকে ড্রিবল করে এগিয়ে যান প্রতিপক্ষের রক্ষণে। পরে ডি-বক্সে ঢোকার মুখে বাম পায়ের শটে বল জালে জড়ান।

এই গোলের সুবাদে পেলের সমান ৭৫৭ গোল হয়ে যায় মেসির। পরে ম্যাচের ৭৬ মিনিটের সময় দ্বিতীয় গোলটি করেন মেসি এবং ছাড়িয়ে যান পেলেকে। ডি-বক্সের মধ্যে মেসিকেই ফাউল করা হলে পেনাল্টি পেয়েছিল পিএসজি। যেখান থেকে সহজেই স্কোরশিটে নাম তোলেন মেসি।

পিএসজির হালিপূরণের আগে অবশ্য ৬৮ মিনিটের সময় একটি গোল শোধ দেয় ক্লাব ব্রুগ। দলের পক্ষে গোলটি করেন ম্যাটস রিটস। 

বিনিয়োগবার্তা/ডিএফই//