Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 09 Dec 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: এইচআর গ্রুপের তিন সহযোগী প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- নিউট্রিলা অটোমেটিক রাইস মিল, এইচআর হোল্ডিংস লিমিটেড ও সিনবাদ বিচ অ্যান্ড ইকো রিসোর্ট।

বুধবার (৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানগুলোর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সা.) আলহাজ হজরত মওলানা আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানী, আল আরাফাহ ইসলামী ইসলাী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাফেজে এনায়েত উল্যাহ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. তাওহীদ হোসেইন, পাইকারি ভোজ্যতেল আমদানিকারক সমিতির সভাপতি হাজী গোলাম মওলা, ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, বাফিটার সভাপতি সুধীর চৌধুরী ও এইচআর গ্রুপের ব্রান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার মো. আশরাফুলসহ আমন্ত্রিত অতিথিরা।

এ উপলক্ষে অনুষ্ঠিত পরিবেশক সম্মেলনে সভাপতিত্ব করেন- এইচআর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন কোম্পনির ডিএমডি হাছনাইন আব্দুল্লাহ নাছিফ ও অ্যাডমিন ডিরেক্টর এবিএম মুহিউদ্দীন।

বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী, ঢাকা গ্রুপের এমডি আবুল কালাম আজাদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল হক, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ডিএমডি শফিকুল ইসলাম, হায়দরগঞ্জ মডেল কলেজের অধ্যক্ষ ড. একেএম ফজলুল হক।

বক্তারা নতুন প্রতিষ্ঠানগুলোর সাফল্য কামনা করেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে ভোক্তার সেবার মানসিকতায় কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।

অনুষ্ঠানে রাস্তার পাশের চালবিক্রেতা থেকে একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্প শোনান এইচআর গ্রুপের এমডি হাবিবুর রহমান। তিনি নতুন প্রতিষ্ঠানগুলোর কল্যাণ, সফলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

 

বিনিয়োগবার্তা/এসএএম//