Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 12 Dec 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইউজিসি আয়োজিত, ৪র্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন এন্ড বেওন্ড (IC4IR) শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের অংশ হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মুজিব ১০০ ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশনে অংশগ্রহণ করেছে দেশীয় লুব্রিকেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিএনও লুব্রিকেন্টস। 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর, ২০২১) শুরু হওয়া মেলাটি চলবে রোববার রাত ৮টা পর্যন্ত। 

বিএনও লুব্রিকেন্টস বাংলাদেশে প্রথমবারের মত বাজারজাত করা ন্যানোটেকনোলোজির সমন্বয়ে লুব্রিকেন্টস পণ্যসমুহের প্রদর্শনী করছে। মেলায় বিএনও লুব্রিকেন্টস এর স্টল পরিদর্শন করে নতুন সংযোজিত প্রযুক্তি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি। 

এসময় বিএনও লুব্রিকেন্টস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সালাউদ্দিন ইউসুফ, পরিচালক, বিপনন এবং প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাগন। 

উল্লেখ্য এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সমাপনী অনুষ্ঠানে যোগদানের সদয় সম্মতি প্রদান করেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি।

বিনিয়োগবার্তা/ডিএফই//