নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ে বিশেষ অবদানের জন্য সমাজের বিশিষ্ট জনের মধ্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বিশেষ সম্মান সূচক অর্থকণ্ঠ বিজনেস অ্যাওয়ার্ড তুলে দেন।
তিনি গতকাল রাজধানীর একটি অভিজাত হোটেলে অর্থকণ্ঠ আয়োজিত ২২ বছর পূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুধী জনের মধ্যে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
অনুষ্ঠানে জুয়েলারী শিল্পের আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অনন্য অবদানের জন্য অর্থকণ্ঠ বিজনেস অ্যাওয়ার্ড গ্রহণ করেন ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।
অ্যাওয়ার্ড গ্রহণ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি ধন্যবাদ জানান মাননীয় প্রধানমন্ত্রীকে তার সফল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। এ সময়ে তিনি দেশের স্বার্থে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্য এর মধ্যে অ্যাওয়ার্ড গ্রহণ করেন যমুনা গ্রুপের পরিচালক মনিকা ইসলাম ও রোজালিন ইসলাম এবং ঢাকা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক প্রমুখ।
বিনিয়োগবার্তা/ডিএফই//