Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 23 Dec 2021 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: লংকাবাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে দিনাজপুরে শীতার্ত সাধারণ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

লংকাবাংলা ফাউন্ডেশন নিজেদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর এই কম্বল বিতরণ কর্মসূচি পরিচালনা করে থাকে। চলতি বছরে দুর্দশাগ্রস্ত ও শীতার্ত মানুষের প্রয়োজন বিবেচনা করে দিনাজপুরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সমাজের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ হ্রাস করা।

 

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ কার্যক্রমটি দিনাজপুরের বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নে পরিচালিত হয়। বিতরণের সময় ১০নং রাণী পুকুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আজম এবং লংকাবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসময় এগিয়ে চলার এই প্রচেষ্টায় লংকাবাংলা ফাউন্ডেশনের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানায় লংকাবাংলা ফাউন্ডেশন।

 

বিনিয়োগবার্তা/এসএএম//