Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Apr 2025 05:54
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি, বিনিয়োগবার্তা: নরসিংদী শহরের বানিয়াছল (কোনাপাড়া) এলাকার মাদক সম্রাট কুখ্যাত সন্ত্রাসী আল-আমিন ও তার মদদদাতা নরসিংদী সদর মডেল থানার এস আই মনিরুজ্জান মনিরের ছত্রছায়ায় থেকে ওই এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে।

আল-আমিন ও এস আই মনিরের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তার উপর নেমে আসে নির্মম নির্যাতনসহ পুলিশি হয়রানি। আল-আমিন অন্যায় অত্যাচারের প্রতিবাদ করলে সে তার আপন বড় দুই ভাইকেও ছেড়ে কথা বলেনি। প্রতিবাদের ফল হিসেবে তাদের ভাগ্যে ঝুটেছে কারবাস। তাই পুরো শহর জুড়ে প্রশ্ন উঠেছে তাদের খুঁটির জোড় কোথায়?

জানা গেছে, সম্প্রতি নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক চোখের আলো পত্রিকায় আল-আমিনের মাদক ব্যবসার উপর প্রতিবেদন প্রকাশিত হলে এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। যার ফলশ্রুতিতে গত রোববার চোখের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো: ওবায়দুল ইসলাম রিক্সা যোগে বানিয়াছল এলাকা দিয়ে শহরের নবাববাড়ী যাবার পথে রাঙ্গামাটিয়া ঈদগাঁর সামনে আল-আমিন দলবল নিয়ে স্বশস্ত্র অবস্থায় তার গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। হামলায় তারা ওবায়দুলকে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প ও লোহার রড দিয়ে উপর্যুপরি মারধোর করে আহত করে। পরে স্থানীয় কয়েকজন ওবায়দুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপর বিষয়টি নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে অবগত করা হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে আল-আমিনের মদদদাতা এস আই মনির সাংবাদিক ওবায়দুলের বিরুদ্ধে মামলা করার জন্য উস্কানি দেয় বলে বিশেষ সূত্রে জানা গেছে। যে কোন সময় তারা সদর মডেল থানায় মামলা দায়ের করতে পারে বলেও সূত্রটি জানায়।
অপরদিকে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নরসিংদীর বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপনসহ এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন।

(এসএইচআর/এসএএম/ ১২ জুন ২০১৭)