Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 05 Jan 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নারী পোশাক শ্রমিকদের উচ্চতর শিক্ষার সুযোগ তৈরিতে কাজ করার অঙ্গিকার করেছে বিজিএমইএ এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন (AUW)।

মঙ্গলবার (০৪ জানুয়ারি ২০২২) গুলশানস্থ বিজিএমইএ পিআর অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ অঙ্গিকার করেন এশিয়ান ইউনির্ভাসিটি ফর ওমেন (AUW) এর প্রতিষ্ঠাতা কামাল আহমেদ।

সাক্ষাৎকালে তারা বিজিএমইএ ও (AUW) এর মধ্যকার সহযোগিতা আরও গভীর করার আগ্রহ প্রকাশ করেন, যাতে করে আরও নারী পোশাক কর্মীদের জন্য উচ্চতর শিক্ষা গ্রহনের সুযোগ তৈরি করা যায়।

উল্লেখ্য যে, ইতিমধ্যে পোশাকশিল্পের ১০০ জনেরও অধিক নারী কর্মী নিজ নিজ নিয়োগকর্তার সহায়তায় বিনা মূল্যে এশিয়ান ইউনির্ভাসিটি ফর ওমেন-এ অধ্যয়ন করছে।

অধ্যয়নের বছরগুলোতে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষগুলো উল্লেখিত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শ্রমিকদেরকে নিয়মিত মাসিক বেতন পরিশোধ করছে, যাতে করে তাদের পরিবারদের অসুবিধা না হয়।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বিজিএমইএ সদস্যভূক্ত কারখানাগুলোকে উৎসাহিত করবে, যেন কারখানাগুলো মেধাবী এবং শিক্ষালাভে উচ্চকাঙ্খী নারী কর্মীদের স্বপ্ন পূরনে সহায়তা করতে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়।

তিনি আরও বলেন যে বিজিএমইএ ব্র্যান্ড, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য ষ্টেকহোল্ডারদের অনুরোধ করবে, যেন তারা বাংলাদেশে নারী পোশাক কর্মীদের উচ্চ শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগে আর্থিকভাবে সহায়তা প্রদানে এগিয়ে আসেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//