Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 07 Jan 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

 

নিজস্ব প্রতিবেদক: এসেছে নতুন বছর। নতুন বছরে গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে এলো স্যামসাং। প্রতিষ্ঠানটি ৬-৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওতে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হতে যাওয়া স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০২২ এ গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইস উন্মোচন করেছে।   

গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি স্যামসাংয়ের নতুন ফোন; শক্তিশালী পারফরমেন্সের ফোনটিতে থাকছে উন্নত ফিচার ও ফাইভজি নেটওয়ার্ক। ডিভাইসটিতে রয়েছে ৬.৪ ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ২x ইনফিনিটি-ও ডিসপ্লে এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটসহ ১২০ হার্টজ রিফ্রেশ রেট; এর মাধ্যমে গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ব্যবহারকারীদের দিবে ফোন ব্যবহার ও কনটেন্ট উপভোগের অনন্য অভিজ্ঞতা। ১৭৭ গ্রাম ওজনের এ ফোনটি ওজনে বেশ হালকা।    
অক্টাকোর প্রসেসরের গ্যালাক্সি এস২১ এফই ডিভাইসের মাধ্যমে ফাইভজি নেটওয়ার্ক পাওয়া যাবে, যা ব্যবহারকারীদের রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করবে। ক্যামেরাপ্রেমীদের জন্য ডিভাইসটিতে রয়েছে চারটি ক্যামেরা, এর মধ্যে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস এফ/২.২ সেলফি শ্যুটার, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১২ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল স্ট্যাবিলাইজড ৩x টেলি ক্যামেরা। এ ফোনটিতে রয়েছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা, যা দিয়ে ব্যবহারকারীরা দুই দিন পর্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করতে পারবেন।

৮জিবি র‌্যাম ও ১৩২ জিবি রমের গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ৬৯,৯৯৯ টাকা। স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে ডিভাইসটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় মূল্য ৬৪,৯৯৯ টাকায়। ক্রেতারা এক্সপো চলাকালীন সময়ে বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। ফোনটি প্রি-অর্ডারকারীরা পুরস্কার হিসেবে বিনামূল্যে বাডস+ পাবেন। এক্সপো থেকে ফোনটি প্রি-অর্ডার করলে ক্রেতারা এক্সচেঞ্জ বোনাস হিসেবে ৫০০০ টাকা (পুরনো ডিভাইসের এক্সচেঞ্জ ভ্যালু বিবেচনা করে) উপভোগ করতে পারবেন। ০% ইন্টারেস্টে (সিটি ব্যাংক, লংকা বাংলা কাস্টমারস) ১৮ মাসের ইএমআই সুবিধায় ক্রেতারা এ ফোনটি কিনতে পারবেন। অন্যদিকে, ইস্টার্ন ব্যাংকের কার্ডধারীরা ০% ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধায় ফোনটি কিনতে পারবেন; একইসঙ্গে ক্যাশব্যাক অফারে ২০০০ টাকা পাবেন।

এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অফ বিজনেস মুয়ীদুর রহমান বলেন, “স্মার্টফোন এক্সপোতে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। উন্নত প্রযুক্তির সুবিধাসম্পন্ন ডিভাইস যারা ব্যবহার করতে চান তাদের জন্যই আমরা সর্বাধুনিক ফাইভজি ফোন গ্যালাক্সি এস২১ এফই উন্মোচন করেছি। তাদের ফোন কেনার অভিজ্ঞতাকে উপভোগ্য করতে এসব অফার ও ছাড় সুবিধা নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”

স্যামসাং
টেলিভিশন ও রেফ্রিজারেটরের ক্ষেত্রে বৈশ্বিকভাবে এক নম্বর ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস। রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স বিশ্বব্যাপী অনুপ্রেরণামূলক এবং অগ্রগতির কাজ করছে। প্রতিষ্ঠানটি টিভি, স্মার্টফোন, ওয়্যারেবল ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, মেডিকেল ইকুইপমেন্ট, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সল্যুশনের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। এ সংক্রান্ত প্রাসঙ্গিক খবরের জন্য অনুগ্রহ করে স্যামসাং নিউজরুম ভিজিট করুন: news.samsung.com
বিস্তারিত জানতে ভিজিট করুন: ওয়েবসাইট-www.samsung.com/bd
ফেসবুক (স্থানীয়)- www.facebook.com/SamsungBangladesh

বিনিয়োগবার্তা/ডিএফই//