Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 18 Apr 2025 05:47
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: টানা বৃষ্টিতে রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধসে ২০ জন নিহত হয়েছেন।

রাঙামাটির বেদভেদি এলাকায় সোমবার রাতে পাহাড় ধসে ৮ জন মারা গেছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। রাঙামাটি প্রতিনিধি জানান এখন পর্যন্ত ৯ জনের মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
অপরদিকে চট্টগ্রামের ধোপাছড়ি এলাকাতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানেও উদ্ধার অভিযান চালাচ্ছে।

এদিকে বান্দরবানের বিভিন্ন স্থানেও পাহাড় ধসে ৩ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন শহরের লেমু ঝিড়ি জেলেপাড়া এলাকার কামরুন্নাহার বেগম (৪০), তার মেয়ে সুখিয়া বেগম (৮), কালাঘাটা এলাকার রেবা ত্রিপুরা (২২), লেমু ঝিড়ি আগাপাড়া এলাকার শুভ বড়ুয়া (৮), মিতু বড়ুয়া (৬) ও লতা বড়ুয়া (৫)।

ভোরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন কর্মকর্তা স্বপন কুমার ঘোষ জানান, দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে। বৃষ্টির কারণে মাটি নরম হওয়ায় পাহাড় ধসের ঘটনা ঘটছে।

জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

(এমআইআর/ ১৩ জুন ২০১৭)