Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 13 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক গ্রীণ কারখানার আবাসস্থল হিসেবে গড়ে তুলতে দৃষ্টান্তমূলক নেতৃত্ব দানের স্বীকৃতিস্বরূপ গ্রিন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১ সম্মাননায় ভূষিত হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি(বিজিএমইএ)।

মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ সম্মাননা গ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশনের সহযোগিতায় গ্রীনটেক ফাউন্ডেশন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মোঃ শাহাবউদ্দিন, এমপি।

এতে মোট ১০টি টেকসই, উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক ধারণা এবং স্টার্টআপকে পরিবেশ এবং আধুনিক, সম্পদ-দক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে রূপান্তরের ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কৃত করা হয়।

বাংলাদেশের প্রথম সবুজ পোশাক কারখানার অন্যতম – ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড এ সম্মাননা লাভ করেছে।

অনুষ।ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সবুজ শিল্পায়নে বিজিএমইএ এর ভূমিকা এবং পোশাকখাতের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিজিএমইএকে সম্মননায় ভূষিত করার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, "সাসটেইনিবিলিটি একটি ধারাবাহিক বিষয় –এটি একটি ম্যারাথন, তাই আমরা এখন পর্যন্ত পরিবেশগত ক্ষেত্রে যে টেকসই উন্নয়ন সাধন করেছি, তা এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ,"।

তিনি পোশাক শিল্পে উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক ধারণা প্রদানের আমন্ত্রণ জানান।

বর্তমানে, বাংলাদেশে ১৫৫টি কারখানা ইউএসজিবিসি কর্তৃক লীড(Leadership in Energy and Environmental Design) হিসাবে প্রত্যয়িত। এগুলোর মধ্যে ৪৬টি প্লাটিনাম-রেটেড এবং ৯৫টি গোল্ড-রেটেড।আরও ৫০০টি কারখানার লীড সার্টিফিকেশন অর্জনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে গ্রীনহাউস গ্যাস নির্গমন ৩০শতাংশ কমানোর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বিজিএমইএ জাতিসংঘের ফ্যাশন ইন্ডাস্ট্রি চার্টারে যুক্ত হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//