Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 13 Jan 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেটেন্ট ও বয়লার বিল, ২০২১ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সংশোধিত আকারে বিল দু’টি চূড়ান্ত করে আগামী অধিবেশনে গ্রহণ ও পাশের জন্য জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আমির হোসেন আমু এর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক হয়।

কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ.কে.এম. ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ, পারভীন হক সিকদার এবং মোঃ শফিউল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

 এছাড়া বিগত ৯ম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর অধীনস্থ চিনিকলগুলোকে গতিশীল, আধুনিকায়ন ও লাভজনক করার লক্ষ্যে বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে সেতাবগঞ্জ, মোবারকগঞ্জ ও রাজশাহী অঞ্চলে সুবিধাজনক স্থানে Sugar International co. কর্তৃক আধুনিক উচ্চ মাড়াই ক্ষমতাসম্পন্ন Environment friendly Cane Sugar Industry/Industries স্থাপনের নিমিত্ত সমীক্ষা কার্যক্রম সম্পন্ন করা এবং খুলনা কোরাইশি ষ্টীল ও ঢাকা ষ্টীল মিল দু’টি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে শেয়ার মালিকানার অনুপাতে এবং কোম্পানি আইন মোতাবেক প্রতিষ্ঠানের পরিচলনা পর্ষদে সরকারের প্রতিনিধিত্ব রেখে চালু করার জন্য ক্রেতা পক্ষের সাথে বাতিলকৃত চুক্তি পুন:বহাল পূর্বক চালু করা হবে মর্মে কমিটিকে অবহিত করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//