Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 13 Jan 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল (র:) বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল যাত্রী ও কার্গো হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং বাংলাদেশের বানিজ্য বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

নতুন টার্মিনালে বাৎসরিক যাত্রী পরিবহনের সক্ষমতা দ্বিগুনেরও বেশি হবে - বর্তমানের ৮ মিলিয়ন থেকে ২০ মিলিয়নেরও বেশি এবং কার্গো ধারনক্ষমতা ২০০,০০০ টন থেকে ৫০০,০০০ টন হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ২০২২) বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল নির্মানাধীন তৃতীয় টার্মিনাল পরিদর্শন করেন। এসময় তৃতীয় টার্মিনালের প্রকল্প পরিচালক একেএম মাকসুদুল ইসলাম প্রতিনিধিদলকে নতুন টার্মিনালের বৈশিষ্ট্য ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন।

বিজিএমইএ প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন সহ-সভাপতি শহিদ উল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ এবং সাবেক পরিচালক আশিকুর রহমান (তুহিন)। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।

তিনতলা বিশিষ্ট টার্মিনাল ভবনটি ৫,৪২,০০০ বর্গমিটার এলাকাজুড়ে তৈরি হচ্ছে, যার ফ্লোর স্পেস রয়েছে ২,৩০,০০০ বর্গমিটার, যেখানে ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৪টি প্রস্থান এবং ৬৪টি আগমন ইমিগ্রেশন ডেস্ক রয়েছে।

আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বিশ্বমানের টার্মিনালটি যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে একই ছাদের নীচে সকল সেবা প্রদান করবে।

আমদানি কার্গো কমপ্লেক্সটি ২৭,০০০ বর্গমিটার জুড়ে নির্মিত হচ্ছে, যার বাৎসরিক কার্গো হ্যান্ডলিং সক্ষমতা হবে ২,৭৩,৪৭০ টন।

রপ্তানি কার্গো কমপ্লেক্স আয়তনে হবে ৩৬,০০০ বর্গমিটার, যার বাৎসরিক কার্গো হ্যান্ডলিং সক্ষমতা হবে ৫,৪৬,৯৪১ টন।

এছাড়াও পার্কিং স্পেসে একবারে ১,২৩০টি যানবাহন পার্কিং করতে পারবে। টার্মিনালে থাকবে ২৭টি হোল্ড ব্যাগেজ এক্সরে স্ক্রীনার মেশিন (hold baggage x-ray screener machines), ১১টি বডি স্ক্যানার, ২৫টি সেন্ট্রাল ডিপারচার সিকিউরিটি স্ক্রিনিং, ১২টি বোর্ডিং ব্রিজ এবং ১৬টি লাগেজ বেল্ট।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, বাংলাদেশে ব্যবসা বানিজ্যে প্রসার ঘটছে। তাই আকাশপথে আন্তর্জাতিক বানিজ্য সম্পাদনের চাহিদাও বাড়ছে।

এমন একটি সময়োপযোগী উদ্যোগ নেয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, উন্নত স্থাপত্য ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত টার্মিনাল-৩ শুধুমাত্র বানিজ্য বাড়াতেই সহায়তা করবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিরও উন্নয়ন ঘটাবে।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//