Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 20 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ বাজার মূলধনধারী কোম্পানিগুলোর মূল্যসূচক ডিএস৩০ হালনাগাদ করা হয়েছে। এই সূচক থেকে বাদ পড়ছে ৫টি কোম্পানি। এর বিপরীতে নতুন করে ৫টি কোম্পানি যুক্ত হচ্ছে।

আগামী রোববার (২৩ জানুয়ারি) নতুন এ সূচক কার্যকর হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ডিএস-৩০ সূচকে নতুন যে পাঁচটি কোম্পানি যুক্ত হচ্ছে সেগুলো হলো- ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রিড ও ফরচুন সুজ।

ডিএস৩০ থেকে যে ৫টি কোম্পানি বাদ যাচ্ছে সেগুলো হলো- কনফিডেন্স সিমেন্ট, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, একমি ল্যাবরেটরিজ ও ইফাদ অটোস।

উল্লেখ্য, ডিএসইতে বাজারমূলধনে (Market Capital) বৃহত্তর ৩০ কোম্পানির তথ্য নিয়ে ডিএস৩০ গঠিত।

বিনিয়োগবার্তা/এসএএম//