Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 22 Jan 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সদ্যসমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বিগত সপ্তাহের লেনদেন শেষে দেখা যায়, সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ৯৩ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৬ দশমিক ৯৪ পয়েন্ট। এ হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ০১ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ।

 

খাতভিত্তিক হিসাবে পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৮ পয়েন্টে, সিমেন্ট খাতে ২২.৬ পয়েন্ট, সিরামিকস খাতে ৩৮.৩ পয়েন্ট, প্রকৌশল খাতে ২২.১ পয়েন্ট, আর্থিক খাতে ২৩.৩ পয়েন্ট, খাদ্য খাতে ২৫.৩ পয়েন্ট, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১২.৮ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৯.৭ পয়েন্ট, আইটি খাতে ২৬.৪ পয়েন্ট, পাট খাতে ৬৬৫.৪ পয়েন্ট, বিবিধ  খাতে ১৩.৩ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৪.৩ পয়েন্ট, কাগজ খাতে ৩৬.৯ পয়েন্ট, ওষুধ খাতে ১৬.৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ২৩.১ পয়েন্ট, ট্যানারি খাতে ৪২.৯ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৮.৬ পয়েন্ট, বস্ত্র খাতে পয়েন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ১৯০.৮ পয়েন্ট অবস্থান করছে।

 

বিনিয়োগবার্তা/এসএএম//