বিনিয়োগবার্তা ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। লেনদেনে সেরা কোম্পানির তালিকার শীর্ষে থাকা কোম্পানিটি আজ ৪৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৩ হাজার ৮৭২ বারে ৯৩ লাখ ৫ হাজার ৭২৯টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির ৩ হাজার ১০১ বারে ৭৬ লাখ ১২ হাজার ৬৯৬টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪৮ কোটি ২২ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিল ৪ হাজার ৭১৫ বারে ৪২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক ২২ কোটি ৬৪ লাখ টাকা, শাশা ডেনিম ২০ কোটি ৯৬ লাখ টাকা, প্যাসিফিক ডেনিমসের ১৮ কোটি ২৯ লাখ টাকা, বেক্সিমকো ১৬ কোটি ৪৭ লাখ টাকা, ইফাদ অটোস ১৫ কোটি ৯৪ লাখ টাকা, জিপিএইচ ইস্পাত ১৫ কোটি ৬৮ লাখ টাকা ও অ্যাক্টিভ ফাইন ১৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ইউএম/ ৫ মার্চ ২০১৭