Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 03 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: নভেল করোনভাইরাসের কারণে বিশ্বজুড়ে অচলাবস্থার ক্ষেত্রে হলিউডও এর শিকার। সিনেমার শুটিং থেকে শুরু করে মুক্তি, সবই পিছিয়েছে। ২০২২ সালে এসে সে অবস্থা কাটিয়ে হলিউড বেশকিছু সিনেমা আনতে যাচ্ছে, যার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে। গত জানুয়ারিতে মুক্তি পেল থ্রিলার সিনেমা সিরিজ স্ক্রিম-এর পঞ্চম পর্ব। প্রথম সিনেমা মুক্তির ২৫ বছর পর মুক্তি পাওয়া এ পর্ব নিয়ে দর্শকদের অপেক্ষা অনেকদিনের। থিয়েটারে দর্শকরা সিনেমাটির মুক্তি নিয়ে উচ্ছ্বসিত। দর্শকদের আনন্দিত করার আরো খবর হলো টম হল্যান্ড অভিনীত আনচার্টেড আসছে ১৮ ফেব্রুয়ারি এবং তার আগে ৪ ফেব্রুয়ারি আসছে জ্যাকঅ্যাস ফরএভার। বলা হচ্ছে, পর্বটির মধ্য দিয়ে জ্যাকঅ্যাস-এর সিরিজ শেষ করে দেয়া হবে।

এ বছর হলিউডের বড় বাজেট ও আগ্রহের সিনেমার অন্যতম হলো ডেথ অন দ্য নাইল। কেনেথ ব্রানা পরিচালিত আগাথা ক্রিস্টির গল্প থেকে নির্মিত পোয়ারো-কির্তীর সিনেমাটি ১১ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা। মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস-এর পর এখানেও পোয়ারোর চরিত্রে অভিনয় করছেন কেনেথ ব্রানা। থাকছেন গাল গ্যাদোত, রাসেল ব্র্যান্ড। উপমহাদেশের দর্শকরা এ সিনেমা নিয়ে আগ্রহী। কারণ এখানে থাকছেন ভারতীয় অভিনেতা আলী ফজল। মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস-এর মতোই বড় বাজেটের সিনেমাটির মধ্য দিয়ে ব্রানা তার পোয়ারো সিরিজ শেষ করতে পারেন বলে ধারণা করা হয়।

যে সিনেমাটি নিয়ে দর্শকরা সর্বাধিক আগ্রহী সেটি রবার্ট প্যাটিনসন অভিনীত দ্য ব্যাটম্যান। প্যাটিনসনকে ব্যাটম্যানের চরিত্রে নেয়ায় বহু রকম কথাই হয়েছিল, কিন্তু ম্যাট রিভস পরিচালিত সিনেমাটির ট্রেলার এবং প্যাটিনসনের অভিনয় দেখে সবাই এখন সিনেমাটির বিষয়ে ইতিবাচক ধারণা প্রকাশ করছেন। সিনেমাটি আগামী ৪ মার্চ মুক্তি পাওয়ার কথা। এর দুই সপ্তাহ পর মুক্তি পাচ্ছে সিমন কার্টিস পরিচালিত ডাউনটাউন অ্যাবি: এ নিউ এরা এবং পরের সপ্তাহে আসছে রোমান্টিক কমেডি দ্য লস্ট সিটি। আগামী এপ্রিলে মার্ভেল আনছে তাদের নতুন সিনেমা মরবিয়াস। জারেড লেটোকে খলনায়কের চরিত্রে দেখা যাবে সেখানে। এপ্রিলের প্রথম দিন মুক্তি পাওয়ার কথা সিনেমাটি। হাউজ অব গুচির পর লেটোর এ নতুন রূপ নিয়ে সবাই আগ্রহী। এপ্রিলের শেষে আসতে যাওয়া দি আনবিয়ারেবল ওয়েইট অব ম্যাসিভ ট্যালেন্ট সিনেমায় নিকোলাস কেজ তার প্রতিভা নতুন করে দেখাবেন বলে ধারণা করা যায়। তবে মে মাস নিঃসন্দেহে ভালো হতে যাচ্ছে। মার্ভেল আনছে মাল্টিভার্সের ‘ম্যাডনেস’।

মার্ভেল সিনেম্যাটিক দুনিয়ার খবর যারা রাখেন তারা জানেন, স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এর তুলনায় ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস নিয়ে দর্শকদের আগ্রহ বেশি। স্পাইডার-ম্যান সিনেমার সঙ্গে প্রকাশিত ট্রেলারে ডক্টর স্ট্রেঞ্জ, ওয়ান্ডা ও স্ট্রেঞ্জের খলনায়ক রূপ দেখে তারা ধারণা করেন, এ সিনেমার মাধ্যমে মার্ভেলের পরবর্তী সিনেমাগুলোর গতিপ্রকৃতি ঠিক হবে। বেনেডিক্ট কাম্বারব্যাচ অভিনীত সিনেমার পরিচালকের আসনে থাকছেন স্পাইডার-ম্যান (২০০২, ২০০৪, ২০০৭) ফ্র্যাঞ্চাইজির পরিচালক স্যাম রেইমি। সুপারহিরোদের এ চলমান জনপ্রিয়তা ধরে মুক্তি পাবে ডিসি লিগ অব সুপার পেটস।

আগামী জুনে ডিজনি আনবে টয় স্টোরির স্পিন-অফ লাইটইয়ার। ট্রেলার দেখে ধারণা করা যায়, বাজ লাইটইয়ারের অভিযান নিয়ে দারুণ একটি অ্যানিমেশন আসতে যাচ্ছে। বছরের প্রথমার্ধ এমন সব আগ্রহোদ্দীপক সিনেমার মধ্য দিয়েই এগিয়ে যাবে। দেখা যাচ্ছে, অ্যাডভেঞ্চার, সুপারহিরো ও থ্রিলার সিনেমাই এখানে বেশি। তবে জুনের শেষে আসতে যাচ্ছে আরেকটি বায়োপিক। এলভিস প্রিসলির জীবননির্ভর সিনেমাটিতে এলভিসের চরিত্রে থাকছেন অস্টিন বাটলার। বাজ লরম্যান পরিচালিত সিনেমাটি ২৪ জুন মুক্তি পেতে পারে।

বিনিয়োগবার্তা/ডিএফই//