Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 03 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: ফরচুন ম্যাগাজিনের ২০২২ সালের ‘বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রতিষ্ঠান’ এর তালিকায় স্থান করে নিয়েছে মেটলাইফ। সবচেয়ে প্রশংসিত প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনে আটটি জীবনবিমা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

কর্ন ফেরির সাথে পার্টনারশীপের মাধ্যমে ফরচুন নানা শিল্পের সুখ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করার লক্ষ্যে, বিনিয়োগ মূল্য ও ব্যবস্থাপনার মান থেকে শুরু করে সামাজিক দায়বদ্ধতা ও মেধাবীদের আকৃষ্ট করার ক্ষমতাসহ নয়টি বিভাগে ঐ শিল্পের পেশাজীবী, নির্বাহী, পরিচালক এবং বিশ্লেষকদের ওপর জরিপ পরিচালনা করেছে।

মেটলাইফের প্রেসিডেন্ট এবং সিইও মিশেল খালাফ বলেন, “জীবনবিমা শিল্পের সবচেয়ে প্রশংসিত প্রতিষ্ঠানগুলোর তালিকায় নাম উল্ল্যেখ থাকায় আমরা আনন্দিত।” তিনি আরও বলেন, “আমাদের কর্মীরা আমাদের লক্ষ্য পূরণে কাজ করতে পেরে, আমাদের গ্রাহকদের সেবা প্রদান করতে পেরে এবং আমাদের কমিউনিটিগুলোতে ইতিবাচক পরিবর্তন আনতে পেরে অত্যন্ত গর্বিত৷ এই স্বীকৃতি আসলে তাদেরই প্রাপ্য।”  

র‌্যাংকিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন Fortune.com

মেটলাইফ
MetLife, Inc. (NYSE: MET), এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”), এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বিমা, এ্যনুইটি, গ্রুপ বিমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, লাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। ১৯৫২ সালে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে মেটলাইফ-এর এশিয়া যাত্রা শুরু হয়। বর্তমানে মেটলাইফ বাংলাদেশের সর্ববৃহৎ জীবনবিমা প্রতিষ্ঠান। প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতীক বীমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:  www.metlife.com

বিনিয়োগবার্তা/ডিএফই//