Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: শাকিব-অপুর দাম্পত্য জীবনের দ্বন্দের মাঝে জড়িয়ে আছে শবনম বুবলির নাম্। এ নিয়ে গত কয়েক মাসে গণমাধ্যমে একাধিক সংবাদও প্রকাশ হয়েছে। তবে বুবলি এক্ষেত্রে মৌনব্রত পালন করছেন। গত এপ্রিলের পর ফেসবুকেও তাকে সক্রিয় দেখা যায় নি। গতকাল হঠাৎ করেই নিজের ফেসবুক পাতায় একটি ছবি প্রকাশ করেছেন বুবলি। তবে যাই হোক অবশেষে নিজের ছবি শেয়ার করে হলেও তো আড়াল ভাঙলেন বুবলী!

বুবলি এখন ‘রংবাজ’ ছবির শুটিংয়ে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। সেখানে রয়েছেন ছবিটির নায়ক শাকিব খান। আব্দুল মান্নান পরিচালিত ‘রংবাজ’ ছবির ‘আমি চাই ছুঁতে চাই’ শিরোনামের একটি গানের দৃশ্যধারণে অংশ নিচ্ছেন শাকিব-বুবলি। গানটির নৃত্য পরিচালনা করছেন ভারতের অরবিন্দ। গানটি তৈরি করেছেন স্যাভি।

সুইজারল্যান্ডে এই গানের শুটিং শেষ হলে আরেকটি গানের শুটিংয়ের জন্য ইতালির পথে রওনা হবে ‘রংবাজ’ টিম। গত ৮ জুন থেকে দেশের বাইরে শুরু হয়েছে রংবাজ ছবির গানগুলোর; চলব ১৮ জুন পর্যন্ত।

রংবাজ ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, নূতন, সাদেক বাচ্চু, অমিত হাসান, শিবা সানু, লিয়ানা লিয়া প্রমুখ। ছবিটি পরিচালনা করছেন মান্নান গাজপুরী।

এবারের ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

(এমআইআর/ ১৩ জুন ২০১৭)