Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 08 Feb 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের জন্য ১০টি শীর্ষ ব্যাংকের মধ্যে একটি হিসেবে সেন্টার ফর এনআরবির রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। 

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। 

সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এমএস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শহীদুল আলম উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/এসএল//