Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 17 Feb 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলসের আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য কোম্পানিটিতে বিশেষ নিরীক্ষক নিয়োগ দিয়েছে বিএসইসি।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, সোনালী পেপারের আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষার জন্য ঠিক করা হয়েছে নিরীক্ষা প্রতিষ্ঠান আজিজ হালিম খায়ের চৌধুরী অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে। প্রতিষ্ঠানটিকে আগামী এক মাসের মধ্যে বিশেষ নিরীক্ষা শেষ করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে বিএসইসি।

সোনালী পেপারের ২০১৯-২০ এবং ২০২০-২১ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন বিশেষ নিরীক্ষা করবে আজিজ হালিম খায়ের চৌধুরী অ্যান্ড কো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। এর আগে ২০১৬ সালে নিজেদের পছন্দের প্রতিষ্ঠান এসএইচ খান অ্যান্ড কো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে দিয়ে সম্পদের পুনর্মূল্যায়ন করেছিল সোনালী পেপার।


জানা গেছে, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো এলাকায় ১১৫০ ডেসিমেল জমি কিনেছিল ১ কোটি ১৩ লাখ টাকায়। কিন্তু নিরীক্ষা প্রতিষ্ঠান এসএইচ খান অ্যান্ড কো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস জমির পুনর্মূল্যায়ন করে ৫১৭.৫ কোটি টাকা।

বিএসইসি মনে করে, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস জমি পুনর্মূল্যায়ন করে বাড়িয়ে দেখিয়েছে। এ কারণেই তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//