Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 27 Feb 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সুনামগঞ্জ প্রতিনিধি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের রূপপুর পারমানবিক প্রকল্প চলমান। তাদের এ যুদ্ধ চলাকালীন আমাদের প্রকল্পের কোনো ক্ষতি হবে না।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনামূলক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইউক্রেনের সঙ্গে সরাসরি বাণিজ্য আমার জানা মতে বেশি ভয়ঙ্কর নয় যে আমাদের ধস পড়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে পশ্চিমায় আমাদের যে বাজার আছে, সেখানে আমাদের দেশের কাপড়, মাছ, মাংস যাবেই। সেগুলো আটকানোর কথা না।’

এ সময় দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের নির্দেশনা দিয়ে বাজার নিয়ন্ত্রণে রাখা যাবে না। বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সড়কে চাঁদাবাজি বন্ধ করতে হবে। এগুলো নজর রাখার জন্য আইনশৃঙ্খলা বাহীনিকে আরও সতর্ক থাকতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদসহ অনেকে।

বিনিয়োগবার্তা/এসএল//