Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 08 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারবাহিকতায় সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও (৮ মার্চ) দেশের পুঁজিবাজারে সূচকের বড় পতনের মাধ্যমে লেনদেন চলছে। প্রথম আধা ঘণ্টায় বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তাতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৬১ পয়েন্ট। এ সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৬৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে কমছে সূচক।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৬৭ পয়েন্ট কমে ৬ হাজার ৩৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১১ দশমিক ৭৩ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে কমেছে ২৮ দশমিক ৯২ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬কোটি ৭৩ লাখ ২৯ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। 

এ সময়ে লেনদেন হয়েছে ২ কোটি ১৬ লাখ ১৭ হাজার টাকার শেয়ার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০টির, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।

বিনিয়োগবার্তা/এসএল/