Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 15 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) উৎপাদন সক্ষমতা সূচক (পিসিআই) সংক্রান্ত উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

এ উপদেষ্টা বোর্ড আঙ্কটাডকে উৎপাদন সক্ষমতাসংশ্লিষ্ট গবেষণা এবং নীতিমালাসংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে। এসব বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীতি কাঠামো ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সম্প্রসারণ, কৌশলগত উন্নয়ন ও পরিমার্জন এবং উৎপাদন সক্ষমতা পরিমাপের পদ্ধতিসহ আন্তর্জাতিক মানদণ্ডের উন্নয়ন ও পরিমার্জন। শিক্ষাবিদ, নীতিনির্ধারক, পরিসংখ্যানবিদ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সম্মিলিতভাবে ব্যাপক সহযোগিতার মাধ্যমে উচ্চপর্যায়ের এ পরিষদ কাজ করবে। আঙ্কটাডের প্রস্তুত করা পিসিআই একটি বস্তুনিষ্ঠ কৌশল, যা সদস্য রাষ্ট্রগুলোকে নিজ নিজ অগ্রগতি ও অর্জনগুলোকে পর্যবেক্ষণে সহায়তা করবে। সে সঙ্গে সদস্য রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের সূচকে নিজেদের অগ্রগতিরও মূল্যায়ন করতে পারবে। এতে করে তাদের বিদ্যমান উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে নতুন সক্ষমতা তৈরি হবে। 

বিনিয়োগবার্তা/এসএল//