Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 22 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সাভারে ২২ থেকে ২৫ মার্চ ৪ দিনব্যাপি অনুষ্ঠিত হচ্ছে জুয়েলারী ফেয়ার। ঢাকা আরিচা হাইওয়ের সাভার সিটি সেন্টারে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ড সাভার শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেই মূলত এই জুয়েলারী ফেয়ারের আয়োজন।

মেলা উপলক্ষে ISO সার্টিফাইড গহনা বিক্রয়, বিপণন ও প্রস্তুতকরারী প্রতিষ্ঠানটি দিচ্ছে সকল ডায়মন্ড জুয়েলারী এর উপর ২৫% ডিসকাউন্ট, গোল্ড জুয়েলারীর মজুরীর উপর ৫০% ডিসকাউন্ট এবং প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। আর এই অফারটি শুধুমাত্র সাভার শাখার জন্য প্রযোজ্য। আর বাড়তি আকর্ষণ হিসেবে মেলা চলাকালীন প্রতিদিনই থাকছে র‌্যাফেল ড্র এর মাধ্যমে আকর্ষনীয় পুরস্কার জেতার সুযোগ।

এছাড়াও অনলাইনে সমগ্র দেশের গ্রাহকরা কালারস উইক উপলক্ষ্যে নির্দিষ্ট ডিজাইনের গহনার উপর পাবেন ২৭% ডিসকাউন্ট আগামী ২৬ মার্চ পর্যন্ত। এছাড়াও থাকছে ফ্রি হোম ডেলিভারি ও ইএমআই সুবিধা। অনলাইনে কেনাকাটা করতে হলে ভিজিট করতে হবে https://www.diamondworldltd.com লিংকে।

বিনিয়োগবার্তা/ফিএফই//